fbpx

১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল’ আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর শুরু হয়েছে। ২০ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে।
এবারের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে রকমারি, আজকের ডিল, পিকাবু, বাগডুম, প্রিয়শপ, স্টাইলাইন, দ্য মল, সাজগোজ, ডেলিগ্রাম, লেইসফিতা, রমণী, দিনরাত্রি, ডায়াবেটস স্টোর, ট্রাক লাগবে, সেবা এক্সওয়াইজেড, এক্সট্রা, স্টাইজেন গিফট, হ্যান্ডিমামা, গো জায়ান। এবারের আয়োজনের পেমেন্ট পার্টনার হিসাবে রয়েছে বিকাশ ও মাস্টারকার্ড।

গত বছর ১০টি ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এ অনলাইন উৎসব। আর এবারও ২০টি প্রতিষ্ঠানে থাকছে এ আয়োজনে। 

ই- কমার্স খাতে গ্রাহকদের আস্থা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘১০-১০’ অনলাইন শপিং উৎসব। দ্বিতীয়বারের মতো ১০ দিন ব্যাপী এ উৎসব ১০ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২০ অক্টোবর ২০১৯ পর্যন্ত। 

0